আত্মহত্যা প্রতিরোধের জন্য বহুল প্রচলিত “বিফ্রেন্ডিং মডেল”। ১৯৫৩ সাল থেকে এই মডেল জনপ্রিয় হতে শুরু করে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের মোট ৪১টি দেশে বিফ্রেন্ডিং মডেল অনুসরণ করে হেল্পলাইন পরিচালিত হচ্ছে। আত্মহত্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছে এই সব হেল্পলাইন।
‘কান পেতে রই’ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যারা বিফ্রেন্ডিং মডেল অনুসরণ করে আত্মহত্যা প্রতিরোধমূলক হেল্পলাইন পরিচালনা করছে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ‘কান পেতে রই’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সিলিং সাইকোলজি বিভাগ যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের আরসি মজুমদার হলে ১৪ অক্টোবর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলে। এতে বিফ্রেন্ডিং মডেল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন অংশগ্রহণকারীরা। রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেক সাধারণ আগ্রহীও এতে অংশ নেন।
এর আগে, একই স্থানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ এবং শিক্ষাবিদ ড. জাফর ইকবাল এতে উপস্থিত ছিলেন।