প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভূক্ত করার তাগিদ

বিশ্ব সাহিত্য কেন্দ্র

সরকারের প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভূক্ত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। বিশ্ব সাহিত্য কেন্দ্রে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা উঠে আসে।

বক্তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এজন্যে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ নেয়া। বিশেষ করে বাচ্চাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং আত্মহত্যার সংবাদ প্রচার নিয়ে গণমাধ্যম কর্মীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞরা।

মানসিক স্বাস্থ্য সেবায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ কাউন্সিলর নিয়োগেরও পরামর্শ দেন বক্তারা। বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মোস্তফা, টিভি ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বিএসএমএমইউয়ের অধ্যাপক নাহিদ মেহজাবিন মোরশেদ, অধ্যাপক এমএসআই মল্লিক, সহযোগী অধ্যাপক নিয়াজ মোহাম্মদ খান, ডা. মোহসিন আলী শাহ ও মেখলা সরকার, সহকারী অধ্যাপক সাইফুন্নাহার, সাইকিয়াট্রিস্ট ডা. শাহরিয়ার ফারুক অনিক এবং মনের খবরের সম্পাদক অধ্যাপক সালাহউদ্দিন কাসার বিপ্লব আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝুনু শামসুন্নাহার।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েব পোর্টাল মনের খবর। সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।