ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ভারতে এখন পর্যন্ত আট হাজার আটশ’রও বেশি ব্ল্যাক ফাঙ্গাশে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। অর্ধেকেরও বেশি মিলেছে মহারাষ্ট্র ও গুজরাটে। বিরল এই রোগ এখন রূপ নিয়েছে প্রাণঘাতী মহামারীতে।

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের আরেক নাম মিউকরমাইকোসিস। এতে মৃত্যুর হার ৫০ শতাংশ। তবে অনেক ক্ষেত্রেই সংক্রমিত চোখ শরীর থেকে কেটে ফেলে প্রাণে বেঁচে যান রোগীরা।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন রোগীরা। তারা বলছেন, কোভিড চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সাথে মিউকরমাইকোসিসের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

বিশেষ করে ডায়াবেটিস রোগীরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। মোট ১৫টি রাজ্যে পাওয়া গেছে মিউকরমাইকোসিস রোগীর সন্ধান।