মনোবিজ্ঞান সমিতির এজিএম ও সেমিনারের নিবন্ধন শুরু

বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির বার্ষিক সাধারণ সভা এজিএম

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী ৮ জুন, ২০২৪ শনিবার বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি- বিপিএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়েছে। এজিএম ও সেমিনারে অংগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রমের সময়সীমা ঘোষণা করেছে বিপিএ।

বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। এতে সমিতির মহাসচিব অধ্যাপক ড. মো. শামসুদ্দিন ইলিয়াস জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত। এই সময়সীমার মধ্যে নিবন্ধন শেষ করতে সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সুষ্ঠু ব্যবস্থাপনার সুবিধার্থে কর্মসূচির দিন স্পট রেজিস্ট্রেশন করা হবে না বলেও জানান ড. শামসুদ্দিন ইলিয়াস। একই সাথে গ্রুপে বিপিএ’র এজিএম ও সেমিনারের অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ

অধ্যাপক আমিনুল ইসলাম
যুগ্ম মহাসচিব, বিপিএ
০১৮১৮৪২৫২৯

অধ্যাপক মনিরুজ্জোহা
কোষাধ্যক্ষ, বিপিএ
০১৮৮২০৬৯৫০৯

এজিএম ও সেমিনারের অনুষ্ঠানসূচি