মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সংক্রামক রোগ মাঙ্কিপক্স (এমপক্স) নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই রোগের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও দেশে এখন পর্যন্ত কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মাঙ্কিপক্সের লক্ষণ

বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এতে বলা হয়েছে, মাঙ্কিপক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো।

মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, এমনকি তার শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে-

  • জ্বর
  • মাথাব্যাথা
  • পেশিব্যাথা
  • পিঠে ব্যাথা
  • দুর্বলতা
  • ফোলা লসিকাগ্রন্থি
  • ত্বকের ফুসকুড়ি বা ক্ষত

মাঙ্কিপক্স যেসব দেশে ছড়িয়েছে

এরই মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। বিশেষ করে মধ্য আফ্রিকায় এর সংক্রমণের মাত্রা বেশি।

কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স আফ্রিকা মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া। গতকাল শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমপক্সে আক্রান্ত একজনকে শনাক্ত করেছে তারা।

স্বাস্থ্য অধিদপ্তর যা বলছে

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার উপপরিচালক দাউদ আদনান ইউএনবিকে বলেন, ‘এমপক্স সংক্রমণ যাতে দেশে না ছড়ায়, এ জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। বিমানবন্দর, নৌপথ ও অন্যান্য প্রবেশপথে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশিকা জারি করা হবে।’

ভাইরাসবাহিত রোগটির বিস্তার রোধে সরকারের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে দাউদ আদনান বলেন, ‘কেউ যাতে এমপক্স নিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’