সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারো মাঠে নেমেছে পুলিশ।
রবিবার সারাদেশে শুরু হয়েছে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করার নয়দিনব্যাপী বিশেষ কর্মসূচি।
সংশ্লিষ্টরা জানান, আপাতত বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির প্রথম দিনে ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ শ্লোগানে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ করে মেট্রোপলিটন পুলিশ- আরএমপি। সিটি বাজারের সামনে কর্মসূচির উদ্বোধন করেন নগর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
করোনা সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পুলিশও।
নীলফামারীতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি যানবাহনে স্টিকার লাগায় জেলা পুলিশ।
শহরের চৌরঙ্গী মোড়ে পথসভা শেষে বের করা হয় সচেতনতামূলক র্যালি।
টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে মাস্ক বিতরণে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার নিজেই। এছাড়া মানুষকে সচেতন করতে করা হয় মাইকিং।
পটুয়াখালীতে সচেতনামূলক সমাবেশ করে জেলা পুলিশ। পরে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া র্যালি বের করে কলাপাড়া থানা পুলিশ।
ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে মাস্ক বিতরণ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ।
শহরের বিভিন্ন স্থানে পথচারী ও যানবাহনের চালকদের মুখে মাস্ক পরিয়ে দেয়ার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়।
যশোরের নাভারণ বাজারের কাজির মোড় শুরু হওয়া প্রচার অভিযানে বিতরণ করা হয় হ্যান্ডবিল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস।
মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। একই কর্মসূচি পালন করে গাংনী থানা ও মুজিবনগর থানা পুলিশ।
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা।
জামালপুর জেলা পুলিশের উদ্যোগেও সচেতনামূলক পথসভা ও মাস্ক বিতরণ করা হয়।
করোনা সচেতনতার অংশ হিসেবে সচেতনতামূলক গণসংগীত, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে গাজীপুর শিল্প পুলিশ।
এসময় শিল্প পুলিশের পক্ষ থেকে পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে নগরীর পাট গুদাম ট্রাফিক মোড়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
নাটোরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সভা শেষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।
রাজবাড়িতেও জেলা পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় একই কর্মসূচি।