জাতীয় মানসিক স্বাস্থ্য নীতির খসড়ায় নীতিগত অনুমোদন

মানসিক স্বাস্থ্য নীতি

সাইকোহেলথ নিউজ

‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি- ২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘এটা স্বাস্থ্য বিভাগ থেকে নিয়ে আসা হয়েছে। এটা বিশ্বব্যাপী একটা ট্রেন্ড যে মানসিক স্বাস্থ্য ছাড়া স্বাস্থ্যসেবা অসম্পূর্ণ। সুতরাং যখনই স্বাস্থ্যের কথা আসবে, তখনই মানসিক স্বাস্থ্যের কথা আসবে। তারই পরিপ্রেক্ষিতে এটা অনুমোদন দেওয়া হয়েছে।’

সচিব আরও জানান, ‘আমাদের যেটা সার্ভে আছে, সেখানে দেখা যায় যে, প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের মধ্যে প্রায় ১২ দশমিক শূন্য ৬ শতাংশ মানসিক রোগে ভুগছেন। এ সংখ্যাকে এড্রেস করা দরকার। সেজন্য মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা ও সেই সেবাপ্রাপ্তি কীভাবে সহজ করা যায়, মাঠপর্যায়ে কীভাবে অভিজ্ঞতা অর্জন করা যায় এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যনীতিটা তৈরি করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘জাতিসংঘের ইউএনসিআরপিডি’র কনভেনশন আছে যে, মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার বিষয়টিকে যেন বিবেচনা করা হয়। সেজন্য এ নীতিমালাটি নিয়ে আসা হয়েছে।’

জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি সম্পর্কে জানতে ক্লিক করুন।