সাইকোহেলথ নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিভাজিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় ভারমন্ট অঙ্গরাজ্য থেকে শুরু হয় ভোটগ্রহণ। কেন্দ্রগুলোকে দেখা গেছে দীর্ঘ লাইন। ধারণা করা হচ্ছে, সর্বাধিক ভোটার উপস্থিতি হবে এবার। যা ইতিহাসের সব রেকর্ড ভাঙবে।

অনেক অঙ্গরাজ্যে দিনের শুরুতেই ছাপিয়ে গেছে ২০১৬ সালের ভোটার উপস্থিতি। প্রেসিডেন্টের পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে পরবর্তী চার বছরের জন্য সিনেটর, কংগ্রেস ম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিও বেছে নেবে আমেরিকার জনগণ। সর্বশেষ আলাস্কায় বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টা পর্যন্ত চলবে ভোট নেয়া।
অঙ্গরাজ্যগুলোতে শুরু হবে ভোটগণনা। তবে জয়-পরাজয় জানতে কয়েকদিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।