ইন্টারন্যাশনাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি মানসিক হাসপাতালে গুলি চালিয়ে এক নিরাপত্তা রক্ষীকে হত্যা করেছে সন্দেহভাজন এক বন্দুকধারী। এর পরপরই পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। তবে তার পরিচয় ও হামলার মোটিভ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
পুলিশ জানায়, হাসপাতাল লবিতে বন্দুকধারী হঠাৎ গুলি করলে এক নিরাপত্তা রক্ষী মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তা দ্রুত পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়।
গুলিবিদ্ধ নিরাপত্তা রক্ষীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন। ৬৩ বছল বয়সী এই নিরাপত্তা রক্ষীর নাম ব্রাডলি হাস বলে জানা গেছে।
হাসপাতালের ওয়েবসাইট থেকে জানা যায়, সেখানে প্রায় ১৮৫টি বেড রয়েছে। হামলা পরিস্থিতির পর জানানো হয়, হাসপাতালের সব রোগী ও কর্মীরা নিরাপদে রয়েছেন। নিয়মিত কাজকর্মও স্বাভাবিক।