সাইকোহেলথ নিউজ ডেস্ক
বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীর খালগুলো পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর শনির আখড়া ও শ্যামপুর এলাকায় কয়েকটি খাল পরিদর্শন করে সাংবাদিকদের তিনিএ কথা জানান।
পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা খালগুলো দ্রুত দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে ফিরিয়ে দিতেও আহ্বান জানান মেয়র। পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে শনির আখড়ার ওই খালে ময়লা-আবর্জনা জমেছে। এতে পানি প্রবাহ আটকে যাচ্ছে।
খাল পরির্দশন শেষে মেয়র জানান, গত একমাসে ৫৭ হাজার মেট্রিক টন ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে দুই লাখ মেট্রিক টন বর্জ্য পরিষ্কার করে বর্ষার আগেই খালগুলোর পানি প্রবাহ নিশ্চিত করা হবে।
মেয়র আরো জানান, শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানার ব্যাপারে সতর্ক করতে পরিবেশ অধিদপ্তরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। খালের দুই ধারে অবৈধ স্থাপনা দখলমুক্ত করে সাইকেল লেন, হাঁটাচলার রাস্তাসহ নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।