করোনার আড়ালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গু রোগের প্রকোপ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সারাবছর নিয়ন্ত্রণে থাকলেও চলতি মাসে করোনার আড়ালে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। যা সেপ্টেম্বরের তুলনায় প্রায় তিনগুণ।

রাজধানীর হাসপাতালগুলোতে এখন করোনা আক্রান্ত বা উপসর্গের চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মহামারীতে মৃতের সংখ্যা হেরফের হলেও শনাক্তের হার প্রতিদিন প্রায় কাছাকাছিই থাকছে।

কিন্তু করোনার আড়ালে ডেঙ্গুর প্রকোপ গত এক মাসে যেভাবে বেড়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসকরাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি থেকে অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে কেবল চলতি মাসেই ভর্তির সংখ্যা ১৩১ জন। যার ৫৫ জনই হাসপাতালে এসেছেন গত এক সপ্তাহে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনার এই কঠিন সময়ে ডেঙ্গু প্রতিরাধের বিকল্প নেই। তা না হলে হাসপাতালগুলোতে বড় রকমের চাপ তৈরি হবে। যা সামাল দেয়া কঠিন হবে।

এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে, সেজন্য মানুষকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।