নিষিদ্ধ হলো গ্যাস্ট্রিকের ওষুধ র‍্যাবিপ্রাজল

র্যারিপ্রাজল

ডা. রিফাত আল মাজিদ

গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত পিপিআই গ্রুপের র‍্যাবিপ্রাজলের দু’টি মেডিসিনকেই নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ক্যান্সারের ঝুঁকি বাড়ার কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় ওই মেডিসিনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, র‍্যাবিপ্রাজলের Rabeprazole Sodium Enteric Coated Pellets 8.5% w/w Ph grade 235.294mg ফর্মুলেশনটির লাইসেন্স বাতিল করা হয়েছে। কোম্পানিগুলো এই বিশেষ ধরনটি বিক্রি করতে পারবে না। তবে র‍্যাবিপ্রাজলের অন্যান্য ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মুলেশন বিক্রি করা যাবে।

এর আগে বিশেষ এক গবেষণায় দেখা যায়, র‍্যাবিপ্রাজল পাকস্থলী ক্যান্সারের ঝুঁকিকে দিগুণ করে দেয়। ওই গবেষণা কাজে ৬০ হাজার রোগীর ওপর ট্রায়াল দেয়া হয়। এতে দেখা যায়, ৬-৮ সপ্তাহের বেশী র‍্যাবিপ্রাজল ব্যবহার করা যায় না।

এছাড়া র‍্যাবিপ্রাজলের ড্রাগ ইন্টারেকশন অনেক বেশি বলে প্রমাণিত হয়েছে গবেষণায়।

লেখক: উপ-পরিচালক, র‍্যামফিট মেডিকেল সেন্টার, মগবাজার, ঢাকা
rifat3265all@gmail.com