স্কুল-কলেজ ১৩ জুন নাও খুলতে পারে- শিক্ষামন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সরকার। এমন ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখনো বেশিরভাগ অভিভাবকই প্রতিষ্ঠান খোলার বিপক্ষে।

কোন আন্দোলনের মুখে সরকার জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। করোনা অতিমারীতে ১৪ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এতে স্থবির হয়ে পড়েছে দেশের শিক্ষা কার্যক্রম।

গত মঙ্গলবার করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে এখন তিনি বলছেন, এ ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত করতে পরিস্থিতির আরো পর্যবেক্ষণ দরকার।

মন্ত্রী জানান, করোনা সংক্রমণের হার ৫ ভাগের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সুপারিশ বিশেষজ্ঞদের। যদিও দেশে গত এক সপ্তাহের সংক্রমণের হার ৮ শতাংশের বেশি।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বিভিন্ন আন্দোলন প্রসঙ্গে দীপু মনি বলেন, তাতে অভিভাবকদের মতামতের সঠিক প্রতিফলন নেই। তবে পরিস্থিতি ঠিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি সরকারের রয়েছে।