সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, প্রতি বছরের মতো নতুন শিক্ষাবর্ষে এবার বই উৎসব হবে না। বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী আরো জানান, পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর কথা ভাবছে সরকার।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নেয়া হবে না বার্ষিক পরীক্ষাও।