সাইকোহেলথ ইন্টারন্যাশনাল ডেস্ক
স্কুলের বাইরে অতিরিক্ত হোমওয়ার্ক ও গৃহশিক্ষকের কাছে পড়ার বাড়তি চাপ কমাতে আইন পাশ করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আইনের আওতায় শিশুরা যাতে অনলাইনে অধিক সময় ব্যয় না করে এবং বিশ্রাম ও ব্যায়ামের জন্য পর্যাপ্ত সময় পায়, অভিভাবকদের তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর আগে গত আগস্টে ছয়-সাত বছরের শিক্ষার্থীর জন্য লিখিত পরীক্ষা বাতিল করে চীন।
সে সময় বলা হয়েছিল, এটা শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করছে। এছাড়াও গত বছর ইন্টারনেট এডিকশন এবং জনপ্রিয় সংস্কৃতির প্রতি শিশুদের ঝোঁক কমিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেয় বেইজিং।