সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কী?

PFA Psychological First Aid

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সাইকোলজিক্যাল ফার্স্ট এইড

সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড হলো প্রাথমিক মনস্তাত্ত্বিক চিকিৎসা। এমন সব মানুষ, যারা ভোগান্তির মধ্যে আছেন এবং যার সাহায্যের প্রয়োজন, তাদের আহ্বানে মানবিক ও সহায়ক সাড়া প্রদানই প্রাথমিক মনস্তাত্ত্বিক চিকিৎসা।

অন্য কথায়, গুরুতর চাপমূলক ঘটনা পরবর্তী (যেমন- গুরুতর আঘাতের ঘটনা) তীব্র মানসিক কষ্টে (উদ্বেগ, শোক ও দুঃখ) সহায়তা দেওয়াকে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলে।

প্রাথমিক কাজ

প্রাথমিক মনস্তাত্ত্বিক চিকিৎসার কাজগুলোর মধ্যে রয়েছে-

  • ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনা, কথা বলার জন্য তাকে জোরাজুরি না করা,
  • ব্যক্তিকে শান্ত হতে এবং পরিস্থিতি মোকাবেলার ইতিবাচক কৌশল নিতে সাহায্য করা,
  • প্রিয়জন এবং বিদ্যমান সেবা ও তথ্যের সাথে ব্যক্তিকে যুক্ত করা,
  • নতুন করে ক্ষতির হাত থেকে ব্যক্তিকে সুরক্ষা দেওয়া,
  • ব্যক্তির মৌলিক প্রয়োজন মেটানো হচ্ছে কি-না, তা নিশ্চিত করা,
  • ব্যক্তির কী কী প্রয়োজন এবং তার উদ্বেগের বিষয়গুলো নিরূপণ করা।

সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বাংলা নথি: https://apps.who.int/iris/bitstream/handle/10665/44615/9789241548205-ben.pdf?sequence=647&isAllowed=y

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নথিটির অন্যতম অনুবাদক সাইকোহেলথ নিউজের সম্পাদক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাঈমা জান্নাত।