সৌদি ও পোল্যান্ড থেকে আসছে ৫০ লাখ অ্যাস্ট্রাজেনেকা

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

প্যারিস সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, শিঘ্রই অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৫০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। পোল্যান্ড ও সৌদি আরব উপহার হিসেবে এই টিকা দেবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এর মধ্যে সৌদি আরব দেবে প্রায় ১৫ লাখ ডোজ। মঙ্গলবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন, বাদশাহ সালমান ত্রাণ তহবিল থেকে আসবে অ্যাস্ট্রাজেনেকা ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ টিকা’। ঢাকায় আগামী দুই তিনদিনের মধ্যে এই টিকা এসে পৌঁছাবে বলেও আশা করেন তিনি।

এছাড়া পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে সরবরাহ করবে অ্যাস্ট্রাজেনেকার ৩৩ লাখ টিকা। সেগুলোও পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে এসব টিকা বাংলাদেশকে দেয়া হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্যারিস সফর করছেন। এরই মধ্যে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।