হেপোটাইটিস বি রোগের চিকিৎসায় ‘ন্যাসভ্যাক’ নামক নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। শনিবার (২১ মে) বিএসএমএমইউর লিভার বিভাগে ন্যাসভ্যাকের নতুন ক্লিনিক্যালটির ট্রায়াল শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ট্রায়ালটির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে শারফুদ্দিন আহমেদ দেশে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ক্লিনিক্যাল ট্রায়ালটির প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ট্রায়ালটি সম্পর্কে সবাইকে জানান।
বক্তারা জানান, ন্যাসভ্যাকের ট্রায়ালটিতে প্রধান গবেষক হিসেবে থাকবেন অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল), ট্রায়ালটির অ্যাডভাইজার হিসেবে সংযুক্ত থাকবেন ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। অতীতে যেসব রোগী হেপাটাইটিস বি ভাইরাসের এন্টিভাইরাল ওষুধ সেবন করেছেন তাদের ওপর ন্যাসভ্যাকের কার্যকারিতা যাচাই করার পাশাপাশি আরও কার্যকর চিকিৎসার আওতায় আনার জন্যই এই ক্লিনিক্যাল ট্রায়ালটির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাপান প্রবাসী বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী ও ন্যাসভ্যাকের অন্যতম উদ্ভাবক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম (ডিউ), বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব এবং ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ম্যানেজিং ডাইরেক্টর হেলাল উদ্দীন।
সূত্র: জাগো নিউজ