সাইকোহেলথ নিউজ ডেস্ক
৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে দিয়ে যুক্তরাজ্যে শুরু হলো করোনার গণটিকা কার্যক্রম। আগামী সপ্তাহেই ৯১ বছরে পা দেবেন মার্গারেট কিনান নামের ওই বৃদ্ধা। টিকা নেয়ার পর তিনি জানান, জন্মদিনের আগে এটা তাঁর সেরা উপহার। এ সময় উপস্থিত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা তাঁকে অভিনন্দন জানান।
করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর এই ভ্যাকসিন যৌথভাবে তৈরি করে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়নটেক। এরই মধ্যে এই প্রতিষেধকের ৮ লাখ ডোজ সংগ্রহ করেছে ব্রিটেন। তবে প্রথম দফায় ৪০ লাখ মানুষকে বিনামূল্যে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।
প্রথম দফা টিকা কার্যক্রম শেষ হবে চলতি মাসেই। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন স্বাস্থ্য কর্মী ও বয়স্কসহ সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা। এদিকে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, সরকারের এই টিকা কার্যক্রমের লক্ষ্য মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।