ফাইজার-বায়নটেক ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করবে যুক্তরাজ্য

ভ্যাকসিনের অনুমোদন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিষ্ঠান ফাইজার ও বায়নটেনের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে এই টিকা অনুমোদন দিলো ব্রিটেন। আগামী সপ্তাহেই গণহারে এই টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ লক্ষ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে দেশটি।

যুক্তরাজ্যের মেডিকেল হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি- এমএইচআরএ জানিয়েছে, ফাইজার ও বায়নটেনের ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর ভ্যাকসিনকেই অনুমোদন দিচ্ছে তারা। এক্ষেত্রে উচ্চ কার্যকারিতার পাশাপাশি ভ্যাকসিনটি সাধারণ মানুষের জন্য কতটুকু নিরাপত্তা এবং এর গুণগত মান বিবেচনায় নেয়া হয়েছে।

ভ্যাকসিনের অনুমোদন

ফাইজার-বায়নটেকের কাছে আগেই ৪ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছিল ব্রিটেন। এর মধ্যে শুরুতেই আনা হচ্ছে ৮ লাখ ডোজ। টিকা পাওয়ার ক্ষেত্রে প্রধান্য পাবেন স্বাস্থ্যকর্মী ও প্রবীণরা। ভ্যাকসিনেশনের জন্য নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থাপনা। জানা গেছে, একটি স্টেডিয়ামকে বানানো হবে গণটিকাদান কেন্দ্র। এ কাজে দায়িত্ব দেয়া হচ্ছে সেনাবাহিনীকে।

ফাইজার ও বায়নটেনের টিকা ব্রাসেলস থেকে আনতেও নিতে হবে বিশেষ ব্যবস্থা। কারণ এর গুণগত মান রক্ষার জন্য প্রয়োজন মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রা।

ভ্যাকসিনের অনুমোদন

যুক্তরাজ্যের স্বাধীন এই নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এমএইচআরের অনুমোদনের পর বিভিন্ন দেশও অর্ডার দিতে যোগাযোগ শুরু করেছে উৎপাদক প্রতিষ্ঠানের সাথে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গণহারে সংক্রমণ এতদিন গণহারে পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কার্যকর ভ্যাকসিন ব্যবহারের মধ্য দিয়ে এখন সময় এসেছে সেই সীমাবদ্ধতা অতিক্রম করার।