সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিকাল ৫টায় বঙ্গভবনে তিনি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন। ভ্যাক্সিন নেয়ার পর রাষ্ট্রপতি সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
এর আগে, গত ৪ মার্চ টিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ মহামারীর একবছর হওয়ার আগেই গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। ১৩ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা নেয়া হয়।
বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এখন ভ্যাকসিন নেয়া লোকের সংখ্যা ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩।