স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে রাষ্ট্রপতি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে বার্লিনের স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী রাশিদা খানমকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে, শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জার্মানির উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব ও তিন বাহিনী প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২২ অক্টোবর জার্মানি থেকে লন্ডন হয়ে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।