২৪ ঘণ্টায় দেশে করোনায় ১০২ জনের মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে একদিনে দেশে রেকর্ড ১০২ জন মারা গেছে। সরকারি হিসেবেই টানা তিনদিন মৃতের সংখ্যা হলো শতাধিক। এর আগে শুক্র আর শনিবার এই সংখ্যা ছিল ১০১। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩৮৫ জনে।

তবে এ দিন নমুনা পরীক্ষার পাশাপাশি শনাক্তের সংখ্যা ও হার ছিলো কিছুটা কম। সারাদেশে ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯.০৬ শতাংশ।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০। মারা যাওয়া ১০২ জনের মধ্যে ৬৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ১৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দু’জন।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৫৯ জন পুরুষ আর ৪৩ জন নারী। এ দিন ঢাকা বিভাগেই প্রাণ হারায় ৬৮ জন। আর চট্টগ্রামে মারা যায় ২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে প্রায় ৬০ ভাগই ঢাকা বিভাগের।