সাইকোহেলথ নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফলে চতুর্থ টিকা হিসেবে বাংলাদেশে অনুমোদন পেলো ফাইজার।
দুই ডোজের এই প্রতিষেধক ১২ বছরের বেশি বয়সী যে কেউ নিতে পারবেন। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকার ক্ষেত্রে ৩ থেকে ৪ সপ্তাহের ব্যবধান থাকতে হবে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এতে বলা হয়েছে, ফাইজারের টিকা সংরক্ষণের তাপমাত্রা মাইনার ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস।
তবে ভ্যাকসিনটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে পাঁচদিন। আর ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাল থাকবে মাত্র দুই ঘণ্টা।
এর আগে গত ৭ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফরমুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ২৭ এপ্রিল রাশিয়ার স্পুটনিক-ভি এবং ২৯ এপ্রিল চীনের সিনোফার্মকে অনুমোদন দিয়েছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর।