সাইকোহেলথ নিউজ ডেস্ক
ভারতে ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস। ধরনটি সর্বপ্রথম ইউরোপে চিহ্নিত হলেও এখন তা শনাক্ত হয়েছে ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও কেরালার ছয় জেলায়। এরই মধ্যে ডেল্টা প্লাসকে উদ্বেগের ধরন (ভ্যারিয়েন্ট অফ কনসার্ন) হিসেবে শ্রেণিভুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ‘এ ওয়াই ডট ওয়ান’ বলেও পরিচিত। যা অনেক সহজে ছড়িয়ে পড়ে বা সংক্রমিত হয়। এ ওয়াই ডট ওয়ান ফুসফুসের কোষগুলোকে দ্রুত কাবু করে ফেলে। এই ভাইরাসটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্টের সাথে সম্পর্কিত।
গত বছর ডেল্টাকে উদ্বেগের ধরন হিসেবে তালিকাভুক্ত করেছিল ভারত। এরপর চলতি গরমের মৌসুমে এটি প্রাণঘাতী দ্বিতীয় ঢেউ আনয়ন করে বলে ধারণা করা হয়।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কতটুকু হুমকির, তা বলার সময় এখনও হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নেপাল, রাশিয়া ও চীনসহ নয়টি দেশে শনাক্ত হয় এই ভ্যারিয়েন্ট।