সাইকোহেলথ নিউজ ডেস্ক
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যাদের এনআইডি কার্ড নেই, তারা জন্ম সনদ দিয়ে নিবন্ধন করতে পারবে বলে জানান তিনি।
ইডেন কলেজে ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ২৭ সেপ্টেম্বরের আগে টিকার নিবন্ধন শেষ করে ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। উপাচার্যদের সাথে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, স্কুল-কলেজের পর এবার দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে নিজ নিজ ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শহরের তুলনায় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি ভালো। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কারো গাফেলতি সহ্য করা হবে না। কোনো প্রতিষ্ঠানে সংক্রমণ বেড়ে গেলে তাৎনিকভাবে বন্ধ করা হবে বলেও জানান তিনি।
সরকারি নির্দেশনা মানার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো আন্তরিক ও দায়িত্বশীল হওয়ারও তাগিদ দেন শিক্ষামন্ত্রী। ইডেন কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে পুকুরে মাছের পোনা ছাড়েন তিনি।