বৃহস্পতিবার ৩৫ বয়সীরাও টিকা নিবন্ধন করতে পারবেন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী বৃহস্পতিবার আবারো শুরু হচ্ছে টিকার নিবন্ধন কর্মসূচি। ৩৫ বছর ও তার উপরের যে কেউ সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিগগিরই শুরু হবে গণটিকাদান কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, সারাদেশে করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গণবদলী করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় দেড় হাজার চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে বদলি করা হয়েছে।

এতে মৃত চিকিৎসকের নাম ভুলক্রমে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।