সাইকোহলেথ নিউজ ডেস্ক
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩০৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৪৪ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন রয়েছে।
এ নিয়ে হাসপাতালগুলোতে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে রাজধানীতে ১ হাজার ৯২ জন ও রাজধানীর বাইরে ১৯৯ জন ভর্তি আছেন।
এ বছর ডেঙ্গুতে সারাদেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন মারা গেছেন।
বছরের প্রথম দিন গত ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৩১ জন। এরপর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৮৩ জন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ সব তথ্য জানা যায়।