গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায়

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।

শনিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন যেসব রোগী হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১১ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরে, বাকি ১৪ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

সব মিলিয়ে এ বছরের ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩২ জন। তাদের মধ্যে ঢাকায় ২৩৭ জন, বাকি ২৯৫ জন ঢাকার বাইরে ভর্তি হন।