ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেলো সুইডেন। তিনি ক্ষমতাসীন মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেত্রী ম্যাগদালেনা অ্যান্ডাশন। তিনি স্থলাভিষিক্ত হবে একই দলের বিদায়ী নেতা স্টেফান লোফভেনের।
এর আগে, চলতি মাসেই তিনি এই দলের প্রধান হিসেবে নির্বাচিত হন। বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত পার্লামেন্টে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর পদ নিশ্চিতকরণ ভোট।
লিঙ্গ সমতার দেশ সুইডেনে নারীদের ভোটদানের ঐতিহ্য শতবছরের। তা সত্ত্বেও নরডিক দেশগুলোর মধ্যে কেবল সুইডেনই এতদিন কোন নারীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেনি। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড অনেক আগেই নারী প্রধানমন্ত্রী পেয়েছে।
যে আইনের বলে প্রধানমন্ত্রী
৫৪ বছর বয়সী ম্যাগদালেনা অ্যান্ডাশন ছিলেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ট ভোটে তিনি নির্বাচিত হননি। বরং সুইডিশ আইনের একটি ধারা অনুযায়ী, এই নারী নেত্রীর বিরুদ্ধে কম ভোট পড়ায় তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুইডিশ পার্লামেন্ট রিকসদাগের ১১৭ জন এমপি ম্যাগদালেনার পক্ষে ভোট দেন। আর বিরুদ্ধে ভোট দেন ১৭৪ জন। তবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন পার্লামেন্টের ৫৭ জন সদস্য।
ফলে বিপক্ষে যে পরিমাণ ভোট পড়েছে, তার চেয়ে পক্ষে পাওয়া ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকা সদস্যদের যোগফল বেশি হওয়ায় তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
অ্যান্ডারসন সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাজা কার্ল এক্সভিআই গুস্তাফের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন তিনি।