Thursday, January 29, 2026

আফগানিস্তানে সরকার গঠন; প্রধানমন্ত্রী হাসান আখন্দ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আফগানিস্তানে কেয়ারটেকার সরকার ঘোষণা করেছে তালেবান। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে এর নেতৃত্বে থাকছেন মোল্লা হাসান আখন্দ আর উপ-প্রধানমন্ত্রী হচ্ছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি বারাদার।

কাবুলে বহুল প্রতীক্ষিত ব্রিফিংয়ে এ সব তথ্য জানান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছেন আমির খান মুত্তাকি আর তার ডেপুটি হচ্ছেন আব্বাস স্তানিকজাই। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবের নাম ঘোষণা করা হয়েছে।

উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মোল্লা আব্দুস সালাম হানাফি। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকছেন এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা সারাজুদ্দিন হাক্কানি। যার দল ‘হাক্কানি নেটওয়ার্ক’ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দলের তালিকাভুক্ত।

সরকার গঠনের মাধ্যমে ইসলামিক আমিরাত হিসেবে আত্মপ্রকাশ পেলো আফগানিস্তান।