করোনায় টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যু ১০১

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনায় শনিবার টানা দ্বিতীয় দিনের মতো ১০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৯৯ জন, আর বাসায় মারা গেছেন দু’জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ২৮৩ জন।

এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০১ জনের মধ্যে ষাটোর্ধ ৫৮ জন, পঞ্চাশোর্ধ্ব ২৯ জন এবং চল্লিশোর্ধ্ব আটজন। এছাড়া বিশোর্ধ্ব তিনজন ও ত্রিশোর্ধ্ব তিনজন মারা গেছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, খুলনা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দু’জন এবং রাজশাহী দু’জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ হাজারৃ ৪১৩টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় তিন হাজার ৪৭৩ জনের। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২১.৪৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়ে ওঠেন পাঁচ হাজার ৯০৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫.১২ শতাংশ।