করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, শনাক্ত ১০২৮

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ

দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৩৪৮। একদিনে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ২৮ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দঁড়ালো ৭ লাখ ৮৭ হাজার ৭২৬।

শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৪১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে দু’জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, দু’জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিনজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দু’জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৬ জন।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ লাখ পাঁচ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।