সাইকোহেলথ নিউজ ডেস্ক
কল্যাণকর গবেষণা কর্মকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ১৫ জুলাই (বৃহস্পতিবার) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল- আইকিউএসি’র ‘স্ট্রাকচারড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট স্টেশন সেটআপ’ শীর্ষক কর্মশালায় এই ঘোষণা দেন তিনি।
এ সময় উপাচার্য প্রতি বছর নুন্যতম একটি করে গবেষণা সম্পন্ন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণের মাঝে অর্জিত জ্ঞান অপরের মাঝে বিতরণ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমেই কর্মদক্ষতা বাড়িয়ে নিজেকে সম্পদে পরিণত করা সম্ভব।
ডেন্টাল অনুষদের আরো আধুনিকায়ন, উন্নয়ন ও সম্প্রসারণে বর্তমান প্রশাসনের সহায়তা অব্যাহত রাখারও ঘোষণা দেন উপাচার্য। ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল- আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. হরষিত কুমার পাল এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএসএমএমইউয়ের ’এ’ ব্লকে ফ্রন্টলাইন চিকিৎসকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এতে তিনি বলেন, যত দিন করোনা থাকবে, টিকা নিলেও ততদিন নিজের ও অপরের সুরক্ষায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
নিজের পরিবারের সদস্যদের মতো আন্তরিকতা নিয়ে রোগীদেরকে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের মন জয় করা যায়। পাশাপাশি নিজেকে গুণী চিকিৎসক ও ভালো মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত করা সম্ভব হয়।