সাইকোহেলথ নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জন্য ভারত সরকারের পাঠানো লাইফ সাপোর্টসহ ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দর অতিক্রম করেছে। গত বৃহস্পতিবার এগুলো ভারতের পেট্রাপোল বন্দরে এসে পৌঁছায়।
পেট্রাপোলসহ দুই বন্দর ও কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর ৩০টি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত ১০৯টি অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে এগুলো পাঠানো হয়েছে।
এ সব অ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন ও লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন সুবিধা। অর্থাৎ কার্ডিয়াক ও গুরুতর কোভিড রোগী বহনের পুরোপুরি উপযুক্ত এই অ্যাম্বুলেন্স।
গত মার্চে ঢাকা সফরকালে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মোকাবেলায় প্রতিবেশী ও বন্ধু দেশের সরকারপ্রধান হিসেবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
বাকি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরে আসতে পারে বলে আশা করছে ভারতীয় হাইকমিশন। এর আগে গত ২১ মার্চ ভারতীয় উপহারের প্রথম অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে।