সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে দ্বিতীয় রাত কাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তায় তাঁর দাবি, আগের চেয়ে এখন অনেক ভাল আছেন তিনি। ভিডিও’র সেটআপ দেখে বোঝার উপায় নেই যে, প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে ভর্তি। যদিও সেটা মেরিল্যান্ডের সামরিক হাসপাতাল। ট্রাম্প জানান, এখন ভাল আছেন। শিগগিরই ফিরবেন নির্বাচনী মাঠে।
অব্শ্য হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ সংকটের হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের চিকিৎসক দল। তারা জানান, ট্রাম্পকে দেয়া হয়েছে রেমডেসিভির দ্বিতীয় ডোজ। কিডনি, হার্ট সবকিছুই এখন পর্যন্ত ভাল আছে তাঁর।
এর আগে, ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতার সঠিক তথ্য নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। ঠিক কখন থেকে প্রেসিডেন্টের শরীরে করোনার উপসর্গ দেখা গেছে, তা নিয়ে দুই রকম বক্তব্য দেয় হাসপাতাল ও হোয়াইট হাউজ।
এদিকে, প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির করোনা পজেটিভ হওয়ার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউজ লনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা নিয়ে চলছে নিখুঁত যাচাই-বাছাই। মাস্ক ছাড়াই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প ও মেলানিয়াসহ করোনা পজেটিভ হয়েছেন এমন আটজন।
ভিডিও ফুটেজে দেখা যায়, তাদের অনেকেই অতিথিদের সাথে হাত মিলিয়েছেন, এমনকি জড়িয়েও ধরেছেন কেউ কেউ। যার ফলে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রশাসনের শীর্ষ মহল।