Tuesday, January 20, 2026

বজ্রপাতে প্রাণহানী কমাতে ৪৩০ কোটি টাকার প্রকল্প

সাইকোহেলথ নিউজ ডেস্ক

২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে দেশে বজ্রপাতে মারা গেছে ২ হাজারেরও বেশি মানুষ। আহত আরো অনেকে। ভয়াল এ প্রাকৃতিক দুর্যোগে হতাহত কমিয়ে আনতে এবার ৪৩০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

এর আওতায় সারা দেশে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র এবং বজ্র নিরোধক দণ্ড বসানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এই প্রকল্পের বাস্তবায়িত হলে বজ্রপাতে মৃত্যুর হার কমে আসবে বলে আশা করছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, আগাম সতর্কবার্তা দেবে এমন যন্ত্রের পাশাপাশি বজ্রপাতে বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলে আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, বজ্রপাত পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। সে ব্যাপারেই জোর দিচ্ছে সরকার।

২০১৫ সাল থেকে বাংলাদেশে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পাশাপাশি জনগণকেও বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার দায়িত্ব নিতে হবে। কারণ এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।