টিকা নেওয়ার ১২ দিন পর ত্রাণসচিবের করোনা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, মো. মোহসীন, করোনা টিকা,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের টিকা নেওয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে টিকা নেন সচিব মো. মোহসীন। পরে গত ১৯ ফেব্রুয়ারি করোনা শনাক্ত হন তিনি। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সচিব।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিভিন্ন গণমাধ্যমকে জানান, করোনার লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য গত ১৮ ফেব্রুয়ারি নমুনা দেন সচিব মহোদয়। ১৯ ফেব্রুয়ারি পরীক্ষার ফল পজিটিভ আসে।

পরে শ্বাসকষ্ট বাড়ায় ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ত্রাণ সচিবের শ্বাসকষ্ট কিছুটা কমেছে। অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার কাশি রয়েছে।