মেন্টাল হেলথ ডেস্ক
১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে বাংলাদেশ সাইকোলজিক্যাল এসোসিয়েশন- বিপিএ। সকালে রাজধানীর শাহবাগে র্যালি ও মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় বিপিএ’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও বিপিএ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, তেজগাঁও কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিদ্ধেশরী কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন।
এছাড়াও বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি, গাজীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ, মনোবিকাশ ফাউন্ডেশন, বন্ধু কাউন্সেলিং অ্যান্ড সাইকোসোশ্যাল রিসার্চ, সানশাইন: স্পেস ফর মেন্টাল হেলথ, অডিওলজি বাংলাদেশ, গ্রীণ মাইন্ড সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং সেন্টার এতে যোগ দেয়।