সাইকোহেলথ নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী লঞ্চ। এ সময় এই নৌযানে অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। লঞ্চটির নাম এমভি সাবিত আল হাসান বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে নদীর কয়লা ঘাট এলাকায় বালুবাহী জাহাজ বাল্কহেডের ধাক্কায় লঞ্চটি তলিয়ে যায়। এর কিছুক্ষণ পরই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়।
পরে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড ও উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।