হেলথ ডেস্ক
দেশে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মাঝে ৩৯ জনই রাজধানী ঢাকায় বসবাস করেন। তবে, এ সময়ে দেশে করোনায় কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৩২ টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৯ জন ঢাকার এবং ১ জন চট্টগ্রামের রোগী রয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।
আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮১ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯০১ জনে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত