তিনটি কারাগারে আইসোলেশন সেন্টার উদ্বোধন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের তিনটি কারাগারে চালু হলো আইসোলেশন সেন্টার। রোববার ভাচুর্য়াল মাধ্যমে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিন আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, ফেনী জেলা কারাগার-২ এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২ এ।

কেরানীগঞ্জ কারাগার চত্বরে আইসোলেশন সেন্টার উদ্বোধনকালে কারা মহাপরিদর্শক ব্রি, জে, মো. মোমিনুর রহমান মামুন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ আবরার হোসেন ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি-আইসিআরসি বাংলাদেশের কো-অর্ডিনেটর হেনিং ক্রাউসে উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের আইসোলেশন সেন্টারে ৭০ শয্যা, ফেনী জেলা কারাগার-২ এ ৪১ শয্যা এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২ এ ২৮ শয্যা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিআরসি’র সহযোগিতায় এসব সেন্টার স্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তর।

এর আগে, নিজ উদ্যোগে পিরোজপুর, মাদারীপুর ও দিনাজপুরসহ আরো কয়েকটি কারাগারে আইসোলেশন সেন্টার স্থাপন করেছে কারা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক মোমিনুর রহমান মামুন বলেন, কারাগারের ভেতরে করোনা বিস্তার রোধে মহামারীর শুরু থেকেই কাজ করছে কারা অধিদপ্তর। কারাকর্মীদের কোভিড-১৯ সম্পর্কিত সুরক্ষামূলক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ৬৮টি কারাগারে নিয়মিত পিপিই বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।