আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার চালানোর অভিযোগের শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। দক্ষিণ আফ্রিকার দায়ের করা ওই মামলার শুনানি বৃহস্পতিবার শুরু হয়।
গাজায় ইসরায়েলের চলমান তিন মাসের অভিযানে মারা গেছে তেইশ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। আন্তর্জাতিক আদালতের কাছে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। গাজার দুই দশমিক তিন মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগই হয়েছে বাস্তুচ্যুত।
জাতিসংঘের মতে, গাজায় এখন চলছে খাদ্য, জ্বালানি ও ওষুধের মারাত্মকভাবে সংকট। যার কারণ ইসরায়েলি অবরোধ। যা গাজায় বিপর্যয় সৃষ্টি করে চলেছে।
হেগের আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা জানায়, ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে ইসরাইল। যেখানে সব দেশের প্রতিশ্রুতি রয়েছে গণহত্যা রোধ করার।
আদালতে ৮৪ পৃষ্ঠার একটি নথি দাখিল করেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে বলা হয়েছে গাজায় গণহত্যার পরিমাণ।