করোনার গতিরোধে জেলায় জেলায় কঠোর লকডাউন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা সংক্রমণের গতিরোধে বিভিন্ন জেলায় চলছে কঠোর লকডাউন। এসব এলাকায় রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। নড়াইলে শুরু হলো সপ্তাহব্যাপী সান্ধ্যকালীন লকডাউন।

করোনা সংক্রমণ প্রতিরোধ লড়াইল জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আওতায় নড়াইল পৌরসভা, সদরের কলোড়া ও শিঙ্গাশোলপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন এবং লোহাগড়া বাজার এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই বিধি নিষেধ থাকবে।

রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে যথারীতি বন্ধ থাকে দোকানপাট ও গণপরিবহন। কঠোর লকডাউন বাস্তবায়নে দায়িত্ব পালন করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম।

নাটোরে চতুর্থ দিনেও লকডাউন বাস্তবায়নে তৎপরতা দেখা গেছে জেলা প্রশাসনের। বিধি-নিষেধের কারণে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ বাস ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে দূরপাল্লার বাস চলছে।

নোয়াখালী পৌরসভাসহ ৬টি ইউনিয়নে লকডাউনের অষ্টম দিন আজ। এর আগে ১১ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এসব এলাকায় ১৮ জুন পর্যন্ত চলমান লকডাউন বাড়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি।

করোনার সংক্রমণ প্রতিরোধে শেরপুর পৌরসভায় ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শুক্রবার সকাল থেকে ৯ দফা বিধি-নিষেধ আরোপ করে জেলা প্রশাসন।