কঠোর লকডাউনে মোতায়েন থাকবে সেনাবাহিনী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সোমবার (২৮ জুন) থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে মোতায়েন থাকবে সেনাবাহিনী। শুক্রবার দেশের প্রথম সারির টেলিভিশন এটিএন বাংলাকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে এবার কঠোর হবে সরকার। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র পাশাপাশি মাঠে থাকবে সেনবাহিনী।

এর আগে, সোমবার ভোর ৬টা থেকে সারাদশেে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করা হবে বলে জানান সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।

কঠোর লকডাউনের বিস্তারিত শনিবার প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারের লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। রাস্তায় চলবে না কোন যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইতে বের হতে পারবেন না কেউ।

তবে জরুরি পরিবহন ও গণমাধ্যম থাকবে কঠোর লকডাউনের আওতামুক্ত।