সশস্ত্র বাহিনী দিবস কাল

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস কাল (২১ নভেম্বর, শনিবার)। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে একযোগে প্রচার করা হবে এই ভাষণ।

এছাড়াও দিবসটি উপলক্ষে পৃথক বাণী দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

এরপর পুস্পস্তবক অর্পণ করবেন তিন বাহিনীর প্রধানরা। করোনা পরিস্থিতির কারণে কিছু আনুষ্ঠানিকতা থাকবে সীমিত আকারে।