শ্রীলঙ্কায় করোনায় মৃতদের দাফনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

শ্রীলঙ্কা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় মৃতদের দাফনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করলো শ্রীলঙ্কা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। গত বছরের মার্চে মহামারীর প্রকোপ শুরু হলে এই নিষেধাজ্ঞা দেয় কলম্বো। ফলে তৈরি হয় নানামুখি বিতর্ক।

নিষেধাজ্ঞার আওতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা যে ধর্মেরই হোক না কেন, তাকে দাহ করা হয়েছে। যা সেদেশের সংখ্যালঘু ইসলাম ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মী অনুশাসন বিরোধী। তবে শ্রীলঙ্কা সরকারের দাবি, করোনাভাইরাস মাটি থেকে ভুগর্ভস্থের বিশুদ্ধ পানিতে ছড়িয়ে পড়তে পারে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে মুসলমান, খ্রিস্টান ও মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, বৈজ্ঞানিক ভিত্তি না থাকা সত্বেও এমন আদেশ জারি করে ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত হেনেছে সরকার।

বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় অবশেষে তা প্রত্যাহার করতে বাধ্য হয় শ্রীলঙ্কা।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে সাড়ে চারশ’রও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে অন্তত ৮২ হাজার।