ডব্লিউপিএ কংগ্রেসে দুই বাংলাদেশি চিকিৎসকের গবেষণাপত্র উপস্থাপন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন (ডব্লিউপিএ) এর ২১তম আন্তর্জাতিক কংগ্রেস ও সায়েন্টিফিক সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করলেন দুই বাংলাদেশী কৃতি চিকিৎসক ডা. সাঈদ এনাম এবং ডা. সাইফুন নাহার সুমি।

ডা. সাঈদ এনাম হলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং ডা. সাইফুন নাহার সুমি হলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সহকারী অধ্যাপক।

দু’জনই আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের ইন্টারন্যাশনাল ফেলো ও মেম্বার। এছাড়া ডা. সাঈদ এনাম রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড এবং ডা. সাইফুন নাহার সুমি ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের মেম্বার।

ডা. সাইফুন নাহারের গবেষণার বিষয়বস্তু বিবাহিত মহিলার সেক্সুয়াল ডিসওর্ডার সম্পর্কিত এবং ডা. সাঈদ এনাম এর গবেষণার বিষয়বস্তু ‘স্ট্রোক পরবর্তী ডিপ্রেশন ও মানসিক সমস্যা এবং একটি কেইস হিস্ট্রি’। গত ১৮ অক্টোবর শুরু হয় চারদিনব্যাপী এই কংগ্রেস। শেষ হয় ২১ অক্টোবর।