বিএসএমএমইউতে বৈকালিক আউটডোরে রোগী দেখছেন উপাচার্যও

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হলো বৈকালিক স্পেশালাইজড আউটডোর। সেখানে রোগী দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেও।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, করোনার প্রাদুর্ভাব কিছুটা নিয়ন্ত্রণে আসায় অন্যান্য রোগীদের উপস্থিতি বেড়েছে। তাদের সুবিধার্থে এই সেবা পুনরায় চালু করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখতে দেখা যায় চক্ষু রোগ বিশেষজ্ঞ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে এই চিকিৎসাসেবা কার্যক্রম দেওয়া হচ্ছে। এসব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিকেল ৩টা থেকে রোগী দেখেন।