সাইকোহেলথ নিউজ ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জের কুমরাকাপন এলাকায় গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় উপাচার্য জানান, ২০২১ সাল থেকে এই কার্যালয়ের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কমলগঞ্জে ২৫০০ বাসিন্দার তথ্য সংগ্রহ ও জীবনাচরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।
সেখানে কর্মরত মোট ১২ জন। মাঠ পর্যায় থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছেন তারা। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জানা যাবে এই অঞ্চলের মানুষ কী ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন।
এর ফলে অনেক নতুন নতুন তথ্য জানা যাবে এবং সঠিক পদ্ধতিতে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।